ফুটবল নয় হাতি খেলবে বাস্কেটবল | Jagonews24.com

2021-06-15 0

এমন দৃশ্যপট রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার। জাতীয় এ চিড়িয়াখানার হাতিরা এখন ফুটবল খেলা করে। আগত দর্শনার্থীদের অভিনন্দন ও সালাম জানায়। এ দৃশ্যপটকে অনেকে আষাঢ়ে গল্প মনে করতে পারেন। কারণ, এক সময় হাতিদের পায়ে মোটা শিকল দিয়ে বিরামহীনভাবে বেঁধে রাখা হতো, পায়ে ঘা হয়ে যেত। ঠিকমতো নড়াচড়াও করতে পারত না। কিন্তু বর্তমান দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন।

জাতীয় চিড়িয়াখানায় আগত ছোট-বড় দর্শনার্থীদরর নির্মল আনন্দ ও বিনোদন দিতে ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে হাতিদের ফুটবল খেলা শেখানো হচ্ছে। চলছে বাস্কেটবল প্রশিক্ষণও। প্রশিক্ষণ শেষে ফুটবল খেলা ছাড়াও বাস্কেটবল খেলাও দেখাবে এসব হাতি। হাতির ফুটবল ক্রীড়া নৈপুণ্য দেখতে প্রতিদিন দর্শনার্থীরা হাতির শেডের সামনে ভিড় জমাচ্ছে।

Easy Viral Banner Traffic